
প্রকাশিত: Sun, Jan 8, 2023 2:58 PM আপডেট: Mon, May 12, 2025 3:37 AM
ইলন মাস্ক এবং তৃতীয় বিশ্বের শিল্পপতিগণ
গোলাম সারোয়ার
টুইটার কিনে ব্যাপক বিপর্যয়ের মুখে পড়া ইলন মাস্ক টুইটারে যা লিখেছেন তাঁর ভাব বাংলা হতে পারে এরকম, ‘আমি যদি আমার কবরটি অনেক বেশি গভীরভাবে খনন করি, তবে সম্ভবত এটি পৃথিবী ফুঁড়ে ভূমির অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসবে’। তাঁর এই লেখাতে শাব্দিক এবং প্রতীকী দুই বার্তাই আছে। টুইটার কেনার আগ পর্যন্ত তিনি ছিলেন পৃথিবীর সেরা ধনী।
টুইটার কেনার পর থেকে তাঁর কোম্পানিগুলোর শেয়ারের দাম পড়তে থাকলে জগতের সেরা ধনীর পদ থেকে তিনি নেমে আসেন। সেটা হয়তো তিনি আবার অর্জন করবেন, কিংবা পারবেন না। সেটা নিয়ে তৃতীয় বিশ্বের মানুষ হিসেবে আমাদের মাথাব্যাথা নেই। আলোচনাটা আনছি এ কারণে, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি যে চিন্তা চেতনায়ও ধনী, এটি তাঁর টুইট দেখে বুঝা যায়। জগতের আর কারো সাধ্য নেই এটি বলার, তাঁর কবর বেশি গভীর করে খুঁড়লে পৃথিবীর ওই প্রান্ত দিয়ে বের হয়ে যেতে পারে। তাঁর সম্পদ দিয়ে পৃথিবীর ভূমি ফুঁড়ে বের হওয়া যেমন সম্ভব, তেমন তাঁর কিংবা তাঁর মতো কয়েকজনের অর্থনৈতিক কবর নিশ্চিত হলে বিশ্বের অর্থনৈতিক ভরকেন্দ্র পৃথিবীর অন্য প্রান্তেও চলে যেতে পারে। উন্নত বিশ্বের সুবিধা হলো, তাদের শিল্পপতিদের মাথাও উন্নত এবং ঊর্বর। এরা পরোক্ষ শাসনে সরকারগুলোকে ঠিকপথে রাখে। ঠিক রাখে রাষ্ট্রের অনুকূলে সরকারের নীতি সহায়তা। আর তৃতীয় বিশ্বের শিল্পপতিরা ব্যস্ত থাকেন কীভাবে নিজ দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করা যায়। লেখক: কলামিস্ট
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
